জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জে জয় বাংলা সঙ্গীতালয়ের কমিটি গঠন করা হয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে সঙ্গীতালয়ের নেতৃবৃন্দ এ তথ্য জানিয়েছেন।
কমিটিতে আব্দুল মতিন সভাপতি, সহ সভাপতি বাবলু আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সহ সাধারণ সম্পাদক কলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সামল বিশ্বাস, কোষাধ্যক্ষ সুলতান আহমদ, অফিস সম্পাদক নাছির আহমদ, প্রচার সম্পাদক নিতাই দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক শাহিন আহমদ, সহ সাংস্কৃতিক সম্পাদক মস্তুফা আহমদ।
কমিটির দায়িত্বশীলরা জানিয়েছেন, তারা জকিগঞ্জের অবহেলিত বাউল শিল্পীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাদের প্রতিভাকে তুলে ধরতে চান। জয় বাংলা সঙ্গীতালয়ের মাধ্যমে বিভিন্ন জাতীয় দিবসগুলোতে ও তারা গ্রাম বাংলার বাউল গান পরিবেশন করে ঐতিহ্যকে ধরে রাখতে চান। এতে প্রশাসনসহ সমাজের সকলের সহযোগীতা কামনা করেছেন সঙ্গীতালয়ের দায়িত্বশীলরা।
Leave a Reply