গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জ উপজেলার গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে কমিটি গঠন করা হয়েছে।

বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী লোকমান উদ্দীন চৌধুরীকে আহ্বায়ক ও সুলতানপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীকে সদস্য সচিব করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়।

শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের রেজিস্ট্রেশনের জন্য গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিসে (০১৭১৫-৬১১১২৩) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, ১৯১৭ সালে গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠালাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর