বাল্লাগ্রামে দিনমজুরকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা

জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের দক্ষিণ বাল্লা গ্রামে প্রতিপক্ষের লোকজন কর্তৃক এক দিনমজুরকে ঘর থেকে ধরে নিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার সন্ধ্যায় আহতের ভাই আব্দুল আহাদ বাদি হয়ে জকিগঞ্জ থানায় মামলা ১৮৭/১৬ দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন, জকিগঞ্জ উপজেলার দক্ষিন বাল্লাহ গ্রামের মৃত ডালই মিয়ার ছেলে আব্দুর রহিম কুটু মনি, মৃত বদল মিয়ার ছেলে মারুফ আহমদ, মৃত আনোয়ার আলীর ছেলে ফয়সল আহমদ, মৃত পাতা মিয়ার ছেলে খায়রুল আহমদ।

জানা যায়, মঙ্গলবার দুপুরে দিনমজুর কালামের সাথে ক্ষেতের মাঠে আব্দুর রহিম কটু মিয়ার কথা কাটাকাটি হয় এরই জের ধরে বিকেলে আব্দুর রহিম কুটু মনি তার সহযোগীদের নিয়ে আবুল কালামের বসত ঘরে হামলা চালায়। এসময় হামলাকারীরা দিনমজুর আব্দুল কালাম (২৭) কে বসত ঘর থেকে ধরে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এসময় কালামকে বাচাঁতে তার স্ত্রী হেপি বেগম এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও আহত করে। পাশ্ববর্তী বাড়ির লোকজন এসে গুরুতর অবস্থায় কালামকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য প্রেরন করেন।

খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাওলাদার বলেন, দিনমজুর আহত হওয়ার ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর