জকিগঞ্জ টুডে ডেস্ক:: সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়মী লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
তাদের মাতা বেগম নুরজাহান আব্বাসের মৃত্যুতে পাশে দাড়ানোর জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, গত বুধবার রাতে তাদের মাতা ইন্তেকালের পর রাজনৈতিক সহকর্মী ছাড়াও জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন পেশার লোকজন পাশে এসে দাড়িয়েছেন। তারা বাসায় উপস্থিত হয়ে কৃতজ্ঞতা নানাভাবে সহযোগিতা ও সহমর্মীতা প্রকাশ করেছেন। এজন্য তাদের পরিবার সকলের প্রতি কৃতজ্ঞ।
Leave a Reply