শুক্রবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন হুইপ সেলিম উদ্দিন

জকিগঞ্জ টুডে ডেস্ক:: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর রোজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মহান জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট লন্ডনের উদ্দেশে রওয়ানা হবে। লন্ডনে দুদিনের যাত্রাবিরতির পর রোববার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে পৌঁছাবেন বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর