জকিগঞ্জে নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালিত

জকিগঞ্জ টুডে ডেস্ক:: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে জকিগঞ্জে নানা কর্মসুচিতে পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পণ করে সকাল সাড়ে দশটায় শোক র‌্যালী অনুুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল এগারোটায় আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবকদের মাঝে সনদ ও লোন বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এছাড়াও উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযথভাবে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের শোক র‌্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাওলাদার, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, পৌরসভা আওয়ামীললীগের সভাপতি হাজী সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেলসহ রাজনীতিবীদ, সরকারি কর্মকর্তা, কর্মচারী, পেশাজীবি ও সামজিক সংগঠনের নেতৃবৃন্দ।

দুপুর ২টার দিকে জকিগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর ভবনে শোক সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিনের সভাপতিত্বে ও কাউন্সিলর মাসুদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, পৌরসভা আওয়ামীললীগের সভাপতি হাজী সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, পৌরসভা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি ওমর ফারুক প্রমূখ। এ সময় পৌর কাউন্সিলরবৃন্দ, রাজনীতিবীদ, সমাজসেবী, পৌরসভার কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিকেলে জকিগঞ্জ শহরের এমএ হক চত্তরে পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়। পৌরসভা আওয়ামীলীগের সভাপতি হাজী সামছ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেলের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমএজি বাবর, পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, মখলিছুর রহমান, জকিগঞ্জ পৌরসভা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক শামিম আহমদ কালা, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বাবর হোসাইন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, জকিগঞ্জ পৌরসভা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি ওমর ফারুক,সহ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে শহরের অস্থায়ী কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার আহবায় আনোয়ার সিরাজীর সভাপতিত্বে ও পৌরসভার সভাপতি ওমর ফারুকের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদ, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য সচিব আবু সায়েম, জকিগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি আলম আহমদ. সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, পৌরসভার সাধারণ সম্পাদক আসাদ আহমদ, উপজেলা শাখার সদস্য জাহাঙ্গীর আলম সাহেদ, পৌরসভার সাংগঠনিক সম্পাদক জহরুল ইসলাম চৌধুরী শাকিল, জকিগঞ্জ সদর ইউপি শাখার সভাপতি উজ্জল আহমদ, সাধারণ সম্পাদক কামরান আহমদ, জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি হানিফ আহমদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর