জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জকিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়

জকিগঞ্জ টুডে ডেস্ক:: জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে জকিগঞ্জ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা মো. আবু তাহের চৌধুরী জকিগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার দুপুরে জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলানায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার।

সাংবাদিকদের মধ্যে মতবিনিময়ে অংশ নেন, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, নির্বাহী সদস্য আল মামুন, নিবাহী সদস্য আল হাছিব তাপাদার, সংবাদকর্মী মেহেদী হেলাল প্রমূখ।

এ সময় মৎস্য কর্মকর্তা সংবাদিকদের জানান, জকিগঞ্জে বন্যায় মৎস্যখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। জকিগঞ্জে চাহিদা মাফিক মৎস্য উৎপাদন হচ্ছে। সরকার মৎস্য চাষে ব্যাপক গুরুত্ব দিয়ে যাচ্ছে। বাজারে ফরমালিনযুক্ত মাছ যাতে বিক্রি না হয় সেদিকে আমাদের নজর রয়েছে। নিয়মিত আমরা অভিযানও পরিচালনা করছি। মৎস্য সপ্তাহকে সফল ও স্বার্থক করতে তিনি সরকারী, বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম ও অনান্য ধর্মীয় নেতা, মৎস্য চাষী, মৎস্যজীবি, জেলে, মাছ বিক্রিতা, ব্যবসায়ীদের সহযোগীতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর