জকিগঞ্জে সরকারী গাছ কেটে নিলেন ইজারাদাররা

জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জে সরকারী রাস্তার বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ টি গাছ কেটে নিয়েছেন ইজারাদাররা। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ও এলজিডি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ফলাহাট গ্রামের মিসবাহ আহমদ।

সরেজমিন গিয়ে দেখা যায়, সুলতানপুর ইউপির পাঠানচক এলজিডি রাস্তার দুপাশে লাগানো বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ টি বড় বড় গাছ কর্তন করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের এ গাছগুলো ইজারাদার সাবেক মেম্বার আবুল কালাম, ইসলাম উদ্দিন খাঁন ও সেলিম আহমদ কর্তন করে বিক্রি করে দিয়েছেন। এলাকাবাসী সরকারী গাছ কর্তনকারীদের শাস্তির দাবী জানিয়েছেন।

এ ব্যাপারে সাবেক মেম্বার ইজারাদার আবুল কালাম জানান, আমি সিলেট শহরে বসবাস করি তাই গাছগুলো ইসলাম উদ্দিন খাঁনের কাছে বিক্রি করে দিয়েছি। উনি এ বিষয়ে জানেন।

কয়েকটি গাছ মরে গিয়েছিলো তাই কর্তন করা হয়েছে তা স্বীকার করে ইসলাম উদ্দিন খাঁন বলেন, আমি আবুল কালামের কাছ থেকে ইজারার গাছগুলো কিনে নিলেও পরে আবার উনার কাছে হস্তান্তর করেছি। ইজারাদার সেলিম আহমদ বলেন, আমার অংশের চারটি মরা গাছ আমি কর্তন করেছি। বাকি গাছগুলো অন্য ইজারাদাররা কেটে নিয়েছেন।

এ প্রসঙ্গে জকিগঞ্জ উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন বলেন, আমি সরেজমিন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

উপজেলা নির্বাহী কর্মকতা বিজন কুমার সিংহ জানান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে দিয়ে সরেজমিন তদন্ত করিয়ে সরকারী গাছ কাটার সত্যতা পেয়েছি। রাস্তাটি এলইজিডির হওয়ায় তাদেরকে বিষয়টি জানিয়েছি। নিশ্চয় তারা মামলা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর