জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জের পাঁচ শতাধিক গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে জকিগঞ্জ ডক্টর’স এসোসিয়েশন। শুক্রবার সকালে জকিগঞ্জ প্রেসক্লাবে এসোসিয়েশনের সভাপতি ডা. খালেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মোয়াজ্জাম হোসেনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিএমএ’র কেন্দ্রীয় সহ সভাপতি ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিএমএ’র কেন্দ্রীয় সহ সভাপতি ডা. মোর্শেদ আহমদ চৌধুরী চিকিৎসকরা নিজেদেরকে মানবতার সেবায় উৎসর্গ করার তাগিদ দিয়ে বলেন, চিকিৎসকরা দুস্থ-অসহায়-গরীব মানুষের মুখে হাসি ফুটাতে হবে। চিকিৎসা সেবার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। মানুষের সেবার মন নিয়ে কাজ করে মানবতার কল্যানে ভূমিকা রাখতে হবে। মানুষের দোড়গড়ায় চিকিৎসা সেবা পৌছে দিতে হবে। চলতি বছরে জকিগঞ্জ সরকারী হাসপাতালকে ৫০ শয্যায় উন্নিত করা হবে এমন আশ্বস্থ করে তিনি আরও বলেন, বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য খাতসহ সকল ক্ষেত্রে অনেক বেশী উন্নয়ন হয়েছে। সরকার আন্তরিকভাবে জনগনের জন্য কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার খলিল চৌধুরী, জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের এবং টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম চৌধুরী নবেল, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ সরকারি হাসপাতালের সাবেক চিকিৎসক ডা. ইউকে সিনহা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এমএজি বাবর, জকিগঞ্জ পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছলেহ উদ্দিন সুহেল, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জোসনা খানম, নারীনেত্রী মাজেদা রওশন শ্যামলী, সিনিয়র সাংবাদিক এম. আব্দুল্লাহ আল মামুন, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার, সংবাদকর্মী মেহদী হেলাল প্রমুখ।
Leave a Reply