জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জের সুলতানপুর ইউপি কৃষকলীগের সভাপতি ও সাবেক আওয়ামীলীগ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজী খলিলুর রহমানের জানাযার নামাজ মঙ্গলবার বেলা দুই ঘটিকায় অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করে ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার জানান, বেলা দুইটায় হালঘাট জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে গ্রামের গোরস্থানে তাঁকে দাফন করা হবে। জানাযার নামাজে সকলের উপস্থিতি কামনা করেছেন আব্দুস সাত্তার ।
এদিকে খলিলুর রহমানের মৃত্যুর খবর পেয়ে সন্ধ্যা থেকে তাঁর বাড়ীতে দলীয় নেতাকর্মীরা শেষ বারের মত মরদেহ দেখতে ভিড় জমাচ্ছেন। প্রবীণ নেতাকে হারিয়ে নেতাকর্মী শোকাহত হয়ে পড়েছেন। রাজনীতির পাশাপাশি হাজী খলিলুর রহমান বিভিন্ন সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
Leave a Reply