নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জের মানিকপুর ইউপির বাল্লাগ্রামের বাসিন্দা ইউকে প্রবাসী সাংবাদিক ও জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক শামিম শাহানের মা ও সংবাদকর্মী জাহাঙ্গীর সাহেদের দাদী মনোয়ারা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর ৬ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রয়েছেন। গতকাল মঙ্গলবার মাগরিবের নামাজের পর বাল্লাগ্রামের জামে মসজিদ মাঠে জানাযার নামাজ শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে, শামিম শাহানের মমতাময়ী মা মনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন জকিগঞ্জ আইটিভির চেয়ারম্যান ও প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, আমাদের সময় ও জালালাবাদ প্রতিনিধি এখলাছুর রহমান, যুগান্তর ও সিলেটের ডাকের প্রতিনিধি আল হাছিব তাপাদার, সিলেট মিরর প্রতিনিধি ওমর ফারুক, সংবাদকর্মী তানভীর আহমেদ, উজ্জ্বল আহমদ তোফায়েল। শোকজ্ঞাপনকারীরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply