নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে সদর ইউপির সাবেক মেম্বার ছবড়িয়ে গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুন নূর মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২ মে) সিলেট নগরীর একটি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৯ বছর। আজ সোমবার রাত সাড়ে ১০টায় ছবড়িয়া গ্রামের কবরস্থান সংলগ্ন মাঠে তাঁর জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হবে।
পারিবারিক সূত্র জানা যায়, দীর্ঘদিন থেকে সাবেক এই ইউপি সদস্য বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। কয়েকদিন আগে বেশি অসুস্থ হলে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেলে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসার সময় পথিমধ্যে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তাঁর স্ত্রী, ৩ মেয়ে, ২ ছেলেসহ অনেক গুণগ্রাহী রয়েছেন।
ক্যামেরার চোখে জকিগঞ্জ দেখুন এই লিংকে ‘জকিগঞ্জ আই টিভি’
Leave a Reply