নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের ৩ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে পৃথকভাবে কর্মী সমর্থক নিয়ে পল্লীশ্রী বাজারে আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল দলীয় নেতাকর্মী এবং কর্মী সমর্থক নিয়ে নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এ সময় বিপুল সংখ্যাক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
ঐ রাতে পল্লীশ্রী বাজারে নেতাকর্মী নিয়ে নির্বাচনী অফিস উদ্বোধন করেন বিএনপি ঘরানো স্বতন্ত্র প্রার্থী হাসান আহমদ। এ সময় হাসান আহমদেরও বিপুল সংখ্যাক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
অন্যদিকে রোববার রাতে স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন গঙ্গাজল বাজারে নেতাকর্মী ও কর্মী-সমর্থক নিয়ে তাঁর নির্বাচনী অফিস উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যাক ভোটারগণ উপস্থিত ছিলেন।
অফিস উদ্বোধন শেষে এই তিন প্রার্থী তাদের ভোটারদের সাথে মতবিনিময় করে নির্বাচনী দিকনির্দেশনা দেন এবং বিভিন্ন এলাকার ভোটারদের পরামর্শ শুনেন।
Leave a Reply