নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারীতে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে জকিগঞ্জে বৃহস্পতিবার বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে বিভিন্ন পদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ছিলো উৎসুক জনতার ভীড়। প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিলো পুরো শহর। পাকা ধানের মৌ মৌ গন্ধের সাথে পাল্লা দিয়ে সীমান্তের জনপদে শুরু হয়েছে ভোট উৎসব। আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা জেলার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে রির্টানিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন। জাতীয় পার্টি ও অনান্যদলের প্রার্থীরাও তাদের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত ৯টি ইউপিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী দল ও বিএনপি ঘরানো চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে বারহাল ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন, বিরশ্রী ইউপিতে ২জন, কাজলসার ইউপিতে ৯জন, খলাছড়া ইউপিতে ৫জন, জকিগঞ্জ সদর ইউপিতে ৬জন, সুলতানপুর ইউপিতে ৭জন, বারঠাকুরী ইউপিতে ৫জন, কসকনকপুর ইউপিতে ৫জন, মানিকপুর ইউপিতে ৫জন।
তাছাড়াও ৯টি ইউপির সাধারন সদস্য পদে মোট ৩৫১ জন ও সংরক্ষিত সদস্য পদে মোট ৯৮ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেন। নির্বাচন অফিসের তথ্যমতে, বারহাল ইউপির ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৪৬ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১৩ জন, কাজলসার ইউপির ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৩৯জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ৯জন, জকিগঞ্জ সদর ইউপির ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৩২ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১২ জন, সুলতানপুর ইউপির ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৫০ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১২ জন, বারঠাকুরী ইউপির ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৪৪ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১১ জন, কসকনকপুর ইউপির ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৪১ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১২ জন, মানিকপুর ইউপির ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৩৯ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১০ জন, বিরশ্রী ইউপির ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ২৯ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ৯ জন, খলাছড়া ইউপির ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৩১ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১০ জন দাখিল করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শাদমান সাকীব জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থী ও সমর্থকদের মধ্যে সম্প্রীতির বন্ধন থাকায় কোন বিশৃঙ্খলা হয়নি। রোববার মনোনয়নপত্র বাছাই করা হবে। ভোট উৎসব সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি প্রার্থী ও সমর্থকদের সহযোগীতা কামনা করেছেন।
Leave a Reply