কিং ম্রাঞ্চিকের কবিতা

বেহাল
কিং ম্রাঞ্চিক

বসুধায় চলছে কি হাল আজ
বশুদায় বলছে নাইতো কোন চালবাজ?

তবে কেন মরছে মানুষ লাখে লাখে বিশ্বলয়ে
কেন ধীরে ধীরে যাচ্ছে তারা নিঃস্ব হয়ে।

এত দ্রুত বিশ্ব যাচ্ছিলো অশ্ব হয়ে
কি তারে বাধা দিলো গেল গাধাঁ হয়ে।

হঠাৎ কেন হলো ভবের করুণ দশা
হয়ে যাচ্ছে কত মানবের মরণ দশা
চাকরী ছেড়ে ঘরে মনে হয়ে যেন কারাগারে
তৃষ্ণা টাকার পকেটে নাই পয়সা
আহা! করুণ দশা আমারও মরণ দশা
কেন চলেছে না চাকা ভাবছি একা একা
উদাস মনে হতাশ হয়ে ঘুরছে কতজনে আকাঁবাকাঁ।

আমি কেন ভেবে হয়ে যাই উম্মাদ
কি হচ্ছে বাংলার যাচ্ছে কি হয়ে বর্বাদ।

বিশ্বহাল করেছে বেহাল
করোনা-বন্যা-পঙ্গপাল
করোনা থামিয়ে দিয়েছে নিচ্ছে কত প্রাণ
বন্যা ডুবিয়ে দিয়েছে কত অঞ্চল-স্থান
পঙ্গরা করেছে পঙ্গু খাদ্য
এসব তাড়াতাড়ি কেটে উঠার নেই কারো সাধ্য।

অবশেষে নির্বিশেষে কাতরে বসে করে নয়ণ অশ্রুময়
ক্ষমা করে দাও দূর্দশা দূরে নাও
দয়া করো বলো সবে ওগো দয়াময়
সচেতনতার মুল্য কি আর কখনো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর