সপ্তাহের বাছাইকৃত চাকরির বিজ্ঞপ্তি

বিএসএমআরএইউতে ৭৬ জন নিয়োগ:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৮ পদে কর্মকর্তা কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর মধ্যে ১২ পদে ১৫ জন কর্মকর্তা এবং ২৬ পদে ৬১ জনকে কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হবে। কর্মকর্তা পদের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে ৬ সেট এবং কর্মচারী পদের জন্য এফোর সাইজের সাদা কাগজে লিখিত এক সেট আবেদনপত্র পাঠাতে হবে ৩ ডিসেম্বরের মধ্যে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১০৩ জন নিয়োগ:
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত বিদ্যালয়সমূহে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তি

পরমাণু শক্তি কমিশনে চাকরি:
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃক বাস্তবায়নাধীন ‘ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, দিনাজপুর ও রংপুর এর সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পে জনবল নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশে চাকরি:
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ৬ পদে ৩২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সব জেলার প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৮ ডিসেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত। বিজ্ঞপ্তি

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নিয়োগ:
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ৬ পদে ৫২ জনকে নিয়োগের জন্য নির্ধারিত কিছু জেলার প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১২ ডিসেম্বর বিকাল ৫ টা পর্যন্ত। আবেদনের নিয়ম দেখুন

নৌবাহিনীতে ১৪৯ জন নিয়োগ:
বাংলাদেশ নৌবাহিনী ৩০টি পদে ১৪৯ জন বেসামরিক কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্ধারিত জেলার সাধারণ প্রার্থীরা এবং সব জেলার এতিমখানা ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন।

সহকারী প্রকৌশলী নেবে সিপিজিসিবিএল:
প্রকৌশলী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করেছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)। সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), সহকারী প্রকৌশলী (সিভিল) প্রত্যেক পদে ৫ জন করে মোট ১৫ জন নিয়োগ পাবেন।

মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ:
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ২ পদে ১০ জনকে নিয়োগের জন্য পুণরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ল্যাব টেকনিশিয়ান পদে ৮ জন এবং হ্যাচারী টেকনিশিয়ান পদে ২ জন নিয়োগ পাবেন। এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি

রেলপথ মন্ত্রণালয়ে নিয়োগ:
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে নয় পদে ৩৪ জন নিয়োগ পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ৩০ নভেম্বর পর্যন্ত পদগুলোতে আবেদন করতে পারবেন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ:
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন ‘ইনফরমেশন এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন (আইইসি)’তে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদগুলোতে আবেদনের শেষ তারিখ ২৬ নভেম্বর। বিজ্ঞপ্তি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে চাকরি:
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ পদে ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে আবেদনের শেষ তারিখ ৭ ডিসেম্বর ২০১৭। বিজ্ঞপ্তি

বিআইডব্লিউটিএতে নিয়োগ:
বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ছয় পদে ৭৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বার্দি সারেং পদে ১২ জন, স্টোর কিপার ৫ জন, টেলিফোন অপারেটর ১ জন, অভ্যর্থনাকারী ১ জন, মানচিত্র সহকারী ১ জন এবং ট্রাফিক সুপারভাইজার পদে ৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ টাইপিং জ্ঞানসম্পন্ন প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি

পুলিশ হেডকোয়ার্টার্সে নিয়োগ:
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ হেডকোয়ার্টার্সে পাঁচ পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

খাদ্য মন্ত্রণালয়ে নিয়োগ:
খাদ্য মন্ত্রণালয়ে ছয় পদে ২৮ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্ধারিত জেলার সাধারণ প্রার্থীরা এবং সব জেলার মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন। অনলাইনে পদগুলোতে আবেদন করা যাবে ২৮ নভেম্বর বিকাল ৫ টা পর্যন্ত। বিজ্ঞপ্তি

চট্টগ্রাম কাস্টমসে ২০ জন নিয়োগ:
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের অধীনে চার পদে ২০ জনকে নিয়োগ দেয়া হবে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দারা পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তি

জীবন বীমা কর্পোরেশনে ১২৮ জন নিয়োগ:
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশন। দশ পদে মোট ১২৮ জনকে নিয়োগ দেয়া হবে। অনলাইনে পদগুলোতে আবেদন করা যাবে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর