জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জ সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা ও সিলেট সরকারি কলেজের স্নাতক ২য় বর্ষের ছাত্র আল হাবিব তাপাদার (২১) আর বেঁচে নেই। বুধবার সকাল ১০ টা দিকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অকাল মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
সে জকিগঞ্জ ইউনিয়নের শষ্যকুঁড়ি গ্রামের সিরাজ উদ্দিনের একমাত্র সন্তান। পরিবার সূত্রে জানাগেছে, হাবিব দীর্ঘদিন থেকে খাদ্যনালীতে টিউমারে আক্রান্ত ছিলো।
এদিকে একমাত্র সন্তান হাবিবকে হারিয়ে তার বাবা-মা পাগল প্রায়। আত্মীয় স্বজন, এলাকা, বন্ধু বান্ধব, রাজনৈতিক সহকর্মীদের মাঝে গভীর শোক দেখা দিয়েছে। সদা হাস্যজ্জোল হাবিবের অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। বুধবার আসরের নামাজের পর শষ্যকুঁড়ি মোহাম্মদীয়া শাহী ঈদগাহে জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হবে।
তার মৃত্যুতে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, উপজেলা কৃষকলীগ নেতা মুক্তার হোসেন, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদ, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত মেম্বার, যুগান্তর প্রতিনিধি আল হাছিব তাপাদার, জকিগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আহবায়ক আনোয়ার সিরাজী, সাধারণ সম্পাদক আবু সায়েম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জুনাইদ আহমদ জুনেদ, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম শাহারিয়ার শাওন, হাবিবের সহপাঠী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহনেয়াজ শুভ, পৌরসভা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক আসাদ আহমদ, সুলতানপুর ইউনিয়ন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি দিদারুল ইসলাম রুবেল, সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমান, কলেজ ছাত্রলীগ নেতা জোবের আহমদ, আশরাফ আহমদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জকিগঞ্জ সরকারি কলেজের সভাপতি আলম আহমদ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জকিগঞ্জ উপজেলা শাখার সদস্য জাহাঙ্গীর আলম সাহেদ, মাসুম আহমদ, পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী শাকিল, প্রচার সম্পাদক হাদিউল বাশার হাদি, জকিগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি উজ্জল আহমদ, সাধারণ সম্পাদক কামরান আহমদ, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রুজন প্রমূখ।
Leave a Reply