জকিগঞ্জ টুডে ডেস্ক:: সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাটে) নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে মঙ্গলবার কানাইঘাট উপজেলার সড়কের বাজারে আওয়ামীলীগ প্রার্থী ড. হাফিজ আহমদ মজুমদারকে সাথে নিয়ে ভোট চেয়ে গণসংযোগ করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা আওয়ামীলীগের প্রচার কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, ঢাকাস্থ সিলেট বিভাগ আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক ও সুপ্রীম কোর্টের আইনজীবী মোশতাক আহমদ, সিলেট মহানগর কৃষকলীগের সভাপতি এম এ মুমিন চৌধুরীসহ আওয়ামীলীগ যুবলীগ নেতৃবৃন্দরা।
এ সময় নেতৃবৃন্দ ভোটারদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ তথা জকিগঞ্জ-কানাইঘাটকে এগিয়ে নিতে ৩০ ডিসেম্বর নৌকা মার্কাকে বিজয়ী করুন। জনগনের কল্যাণে কাজ করতে জননেত্রী শেখ হাসিনা অঙ্গীকারবদ্ধ। আওয়ামীলীগ জিতলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। বিগত ১০ বছরে দেশে যে আকারে উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা রক্ষায় সবাই ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় গেলে দেশে আবারো বোমাবাজী শুরু হবে। দেশের মানুষ হাহাকারে পড়বে। শিক্ষার্থীরা বছরের প্রথম দিন বই পাবেনা। বিএনপি-জামায়াত দেশকে পিছিয়ে দেবে। নেতৃবৃন্দরা শান্তি ও সমৃদ্ধির জন্য নৌকা মার্কাকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।
Leave a Reply