জকিগঞ্জ টুডে ডেস্ক:: সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা আওয়ামীলীগ মনোনীত নির্বাচনী প্রচার কমিটির আহবায়ক জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক আহমদ জকিগঞ্জের বিভিন্ন এলাকায় নৌকা মার্কার পক্ষে প্রচারণায় ও পথসভায় বলেছেন, মহান মুক্তিযুদ্ধের পটভূমি এবং রচিত ইতিহাসটিকে আমাদের বুকে লালন করতে হবে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। জনগণের দোড়গোড়া থেকে সেবা করে আসা দল বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণের কল্যাণে সব সময়ই কাজ করে আসছে। জনবান্ধব সরকার যতবার ক্ষমতায় গেছে ততবারই সাধারণ মানুষের সেবক হয়ে পাশে দাঁড়িয়েছে। এ দেশের উন্নয়ন এবং আগামী দিনের শান্তির জনপদ হিসেবে বাংলাদেশ গঠনে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তির বাংলাদেশ আওয়ামী লীগকে নৌকা প্রতীকে বিজয়ী করতে পাড়া মহল্লায় সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, নৌকা হারলে এ দেশের খেটে খাওয়া মানুষের ভাগ্য হারবে। নৌকায় ভোট দিন দেশের উন্নয়ন হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে অনেক বেশী এগিয়ে গেছে। এবারো জনগন আওয়ামীলীগকে ক্ষমতায় পাঠালে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে তিনি নির্বাচন পরিচালনকারী সকল দায়িত্বশীলকে সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে আহবান জানিয়েছেন।
সোমবার নৌকা মার্কায় ভোট চেয়ে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহগলী, বটরতল, কাজলসার ইউনিয়নের জামালপুর, বিরশ্রী ইউনিয়নের মাসুমবাজার, মানিকপুর ইউনিয়নের মনসুরপুর, রতনগঞ্জ, জকিগঞ্জ শহর ও আশপাশ এলাকা, খলাছড়া ঈদগাহ বাজার, বেউরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মিছিল পরবর্তী পথসভায় তিনি এ কথাগুলো বলেন।
পৃথক গণসংযোগে তাঁর সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা বুরহান উদ্দিন আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাকিম আলী হায়দার, খলাছড়া ইউপির চেয়ারম্যান কবির আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যন মিছবাহ জামান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মারুফ বখতিয়ার চৌধুরী র্খুরম, পৌরসভা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল গণি, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, বারহাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনজুরুল হামিদ, লেইছুল হক দুলাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য শেখ আব্দুল করিম, কাজলসার ইউপি সদস্য রাতুল বিশ্বাস, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল গফুর, যুবলীগ নেতা শিহাব উদ্দিন, আব্দুল কাইয়ুম, নুরুল হক অনু, জকিগঞ্জ পৌরসভা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম চৌধুরী শিমুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলওয়ার চৌধুরী, ছাত্রলীগ নেতা ফয়সল আহমদ, হোসেন আহমদ প্রমুখ।
Leave a Reply