জকিগঞ্জ টুডে ডেস্ক:: সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নের জন্য ৩০ ডিসেম্বর আবারো আমাকে লাঙল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। লাঙল মার্কায় ভোট দিলে জকিগঞ্জ-কানাইঘাটবাসী শান্তি পাবে। উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমি এ জনপদের এমপি হয়ে নদী ভাঙন, রাস্তাঘাট, বিদুৎ, শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন করেছি। উন্নয়নের জোয়ারকে বজায় রাখতে আবারো আমাকে নির্বাচিত করুন। আমি জকিগঞ্জ-কানাইঘাটবাসীর সেবক হয়ে কাজ করতে চাই। সোমবার লাঙল প্রতীকে ভোট চেয়ে পৃথক স্থানে প্রচারণা, গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় এ কথাগুলো বলেন।
লাঙল মার্কার প্রচার সেল থেকে জানানো হয়েছে, সোমবার সকাল থেকে সেলিম উদ্দিন জকিগঞ্জ উপজেলার খলাছড়া ত্রিমুখী পয়েন্টে, পৌরসভার গন্ধদত্ত ত্রিমুখী পয়েন্টে, আলমনগর মাদ্রাসা এলাকায়, জকিগঞ্জ ইউনিয়নের থানাবাজারে, বারঠাকুরী ইউপির নয়াবাজারে, বারঠাকুরী বাজারে, শরীফগঞ্জ বাজারে পথসভা করেন। পৌরসভার মাইজকান্দি গ্রামে, বারঠাকুরী ইউপির খারিজা গ্রামে, চান্দপুর গ্রামে, উত্তরকুল গ্রামে উঠান বৈঠকে অংশ নেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মজির উদ্দিন চাকলাদার, যুগ্ম-সম্পাদক নজমুল ইসলাম, জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক, আব্দুল জলিল, আতাউর রহমান আলতা, ওয়াহিদুর রহমান হালনসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী।
Leave a Reply