জকিগঞ্জ টুডে ডেস্ক:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সোমবার (২৪ ডিসেম্বর) সারাদেশে মাঠে থাকবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।
রবিবার (২৩ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত থেকেই তাদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য মাঠে নামার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা পেয়েই সশস্ত্র বাহিনীর সদস্যরা মাঠে নামতে সারাদেশের মত জকিগঞ্জে এসে পৌছেছেন।
জকিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ইতিমধ্যে সেনাবাহিনীর ৫০ সদস্যের একটি দল জকিগঞ্জে পৌছে রতনগঞ্জস্থ গোলাম মোস্তফা চৌধুরী একাডেমীতে অবস্থান নিয়েছে। সোমবার থেকে নির্বাচনী মাঠে সেনাবাহিনীর সদস্যদেরকে দেখা যাবে।
Leave a Reply