জকিগঞ্জ টুডে ডেস্ক:: সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে গণ ঐক্য সমর্থিত মুসলিম লীগ মনোনীত হারিকেন মার্কার প্রার্থী শহিদ আহমদ চৌধুরী জকিগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জকিগঞ্জ প্রেসক্লাবে এ মতবিনিময় হয়।
এ সময় শহিদ আহমদ চৌধুরী তার নির্বাচনী ইস্তেহার তুলে ধরে বলেন, সিলেট-৫ নির্বাচনী আসনের মানুষের প্রধান সমস্যা হচ্ছে বেকারত্ব, অব্যাহত নদী ভাঙ্গন, কর্মসংস্থানের অভাব এবং যোগাযোগ অবকাঠামোগত উন্নয়ন। এ জনপদের মানসম্পন্ন শিক্ষার উন্নয়ন, কৃষি ক্ষেত্রে বিপ্লব সাধন, ধর্মীয় শিক্ষার আরো উন্নয়ন, ক্ষুদ্র ও কুঠির শিল্পায়নের মাধ্যমে মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধি, কৃষক সমাজ কে কৃষির উন্নয়নে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করতে পারলে অবহেলিত এ জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। শহিদ আহমদ চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, মুসলিমলীগ হচ্ছে উপ-মহাদেশের একটি প্রাচীনতম রাজনৈতিক দল। এ দলের প্রতীক হচ্ছে হারিকেন। ভোটারদের কাছে এ প্রতীকের পরিচিতি রয়েছে। অবসর প্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা হিসাবে তিনি দীর্ঘদিন ধরে জন্মভূমি কানাইঘাট-জকিগঞ্জের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। ভোটাররা তার মূল্যায়ন করে ৩০ তারিখ হারিকেন মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তার সাথে সমাজসেবী ডাক্তার ইসমাইল আলী চৌধুরী সহ তার সমর্থকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply