জকিগঞ্জ টুডে ডেস্ক:: সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবেক সংসদ সদস্য ড. আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের নৌকা মার্কায় সমর্থন দিয়েছে জকিগঞ্জ-কানাইঘাট উপজেলা আঞ্জুমানে আল ইসলাহ ও তালামীয নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যা রাতে ফুলতলী ছাহেব বাড়িতে আওয়ামীলীগের প্রার্থী ড. হাফিজ আহমদ মজুমদারের সাথে এক মতবিনিময় সভায় আওয়ামীলীগ ও আনজুমানে আল ইসলাহর বিপুল সংখ্যাক নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমর্থন দেন জকিগঞ্জ-কানাইঘাট উপজেলা আঞ্জুমানে আল ইসলাহ ও তালামীয নেতাকর্মীরা। এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন সভায় উপস্থিত কয়েকজন নেতাকর্মী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, আওয়ামী লীগ প্রার্থী হাফিজ আহমদ মজুমদার, আনজুমানে আল ইসলাহের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, জকিগঞ্জ পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আল ইসলাহের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এম.এ সবুর, সিলেট জেলা আল ইসলাহর সদস্য মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, সাংগঠনিক মাওলানা ফদ্বলুর রহমান, জকিগঞ্জ পৌরসভা আল ইসলাহ সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী, সহ সাংগঠনিক মাওলানা জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা জামিল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাষ্টার আব্দুল খালিক, কানাইঘাট উপজেলা আল ইসলাহের সাধারণ সম্পাদক মাওলানা আল আমীন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী, মানিকপুর ইউনিয়ন আল ইসলাহ সভাপতি মাওলানা ওয়ারিস উদ্দিন তাপাদার, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ আশিক, সাংগঠনিক আহমদ হুসাইন আইমান প্রমুখ।
Leave a Reply