জকিগঞ্জ টুডে ডেস্ক:: জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ড. আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে ও সুন্দরভাবে নির্বাচন পরিচালনার জন্য জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ। শনিবার রাতে জকিগঞ্জ শহরস্থ অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল গফুর সুন্দর আলী, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল মুকিত, উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব রিয়াজ উদ্দিন মেম্বার, পৌরসভার আহবায়ক নাজু আহমদ, পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম, উপজেলা যুবলীগের সদস্য আব্দুস সোবহান, যুবলীগ নেতা আশক শর্মা, ফয়ছল আহমদ, আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জুনাইদ আহমদ জুনেদ, পৌরসভার সাধারন সম্পাদক তানজিম শাহরিয়ার শাওন, ছাত্রলীগ নেতা আবু তাহের জুনেদ, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আহবায়ক আনোয়ার সিরাজি, পৌরসভার সভাপতি ওমর ফারুক, সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা জুবের আহমদ, আবু সুফিয়ান, জাহাঙ্গীর আলম সাহেদ, উজ্জল আহমদ, হাদিউল বাশার হাদি, আবিদ আহমদ প্রমূখ।
মতবিনিময় সভায় ফারুক আহমদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেট-৫ আসনে হাফিজ আহমদ মজুমদারকে নৌকা প্রতীকে আমাদের কাছে প্রার্থী করে পাঠিয়েছেন। আমরা নেত্রী ও দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। নৌকা বাঁচলে গ্রামের মানুষ বাঁচবে। ৩০ ডিসেম্বরের আমরা ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে সিলেট-৫ আসন উপহার দিয়ে দেখিয়ে দেবো জকিগঞ্জ-কানাইঘাট নৌকার ঘাটি। এ সময় উপজেলার বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীকে নৌকা মার্কার পক্ষে কাজ করার নির্দেশনা দেন তিনি। সভায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply