জকিগঞ্জে মাসুক উদ্দিনের আহবানে নৌকার কর্মীসভা

জকিগঞ্জ টুডে ডেস্ক:: সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে শনিবার সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা আওয়ামীলীগ মনোনীত নির্বাচনী প্রচার কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুক আহমদের ডাকে নৌকার সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জকিগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, দেশে উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করতে হবে। নৌকা হারলে স্বাধীনতার চেতনা হারবে। স্বাধীনতার প্রতীক নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা। তাই সকল ভেদাভেদ ভূলে নৌকার পক্ষে সবাই একযোগে কাজ করতে হবে। আওয়ামীলীগ সরকারের বিগত ১০ বছর ছিলো উন্নয়নের স্বর্ণযুগ। দেশের প্রতিটি ক্ষেত্রে আওয়ামীলীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছে। আওয়ামীলীগ ক্ষমতা না গেলে দেশ যতটুকু এগিয়ে গেছে তার চাইতে বেশী পিছিয়ে যাবে। আমরা এখন আর গরীব দেশের তালিকায় নেই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। এবার আওয়ামীলীগ নির্বাচিত হলে গ্রামকে শহরে পরিণত করা হবে। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ক্ষমতায় গেলে দূর্নীতি মুক্ত বাংলাদেশ উপহার জনগনকে উপহার দিবেন। আগামী ৩০ ডিসেম্বর নৌকার জয় নিশ্চিত করতে পাড়ায় মহল্লায় সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করতে তিনি আহ্বান জানান।

জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ময়নুল হকের সভাপতিত্বে ও সিলেট জেলা আওয়ামীলীগ নেতা বুরহান উদ্দিনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আব্দুল খালিক তাপাদার, বারহাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনজুরুল হামিদ, উপজেলা আওয়ামীলীগ নেতা মখলিছুর রহমান মেখন, জামাল মাষ্টার, আব্দুল গফুর, শেখ আব্দুল করিম, লেইছুল হক দুলাল, সুনাম উদ্দিন মেম্বার, লুকু মাষ্টার, কবির আহমদ, ফারুক আহমদ চৌধুরী শিহাব আহমদ, যুবলীগ নেতা জালাল আহমদ, জকিগঞ্জ পৌরসভা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন, নুরুল হক অনু, সুমন মেম্বার, রাজু, জয়নাল আহমদ, শিমুল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি দেবাশীষ দেশমূখ্য রাজু, উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, জামাল আহমদ, আলী হোসেন,পারভেজ আহমদ, জাহেদ আহমদ প্রমূখ।

সভায় বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলা আওয়ামীলীগের কমিটি না থাকায় ভোটের মাঠে প্রভাব পড়তে পারে। নৌকা মার্কার নির্বাচনী পরিচালনা কমিটির দায়িত্বশীলরা তৃণমূল নেতাকর্মীদের সাথে সম্মন্বয় রাখছেনা। বক্তারা তৃণমূল নেতাকর্মীদেরকে যথাযথ মূল্যায়ন করতে আহবান জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর