জকিগঞ্জ টুডে ডেস্ক:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিম উদ্দিন লাঙল প্রতীকের ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। আজ শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেলে এ আসনের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন সেলিম উদ্দিন।
এদিকে, এর আগে উপজেলার রাজাগঞ্জ বাজারে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন সেলিম উদ্দিন। এসময় গত ৫ বছরের দুই উপজেলার উন্নয়ন যজ্ঞের ফিরিস্তি তুলে ধরে উন্নয়নমূলক কর্মকান্ডের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে ফের লাঙল প্রতীকে ভোট চান তিনি।
নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ছাব্বির আহমদ, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সিলেট বারের সাবেক পিপি এ্যাডঃ গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী, সিলেট মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বাহার খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ইকবাল হোসেন, সিলেট মহানগর যুব সংহতির সাধারন সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির সিরাজুল হক, কানাইঘাট পৌরসভা জাতীয় পার্টির আহবায়ক সার্জেন্ট আলা উদ্দিন মামুন, কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এডভোকেট আব্দুর রহিম, আব্দুল মালিক মাষ্টার, ইদ্রিরছ আলী, করিম উদ্দি্ মোহাম্দ আলী, হারিছ আলী, ছালাম মেম্বার, লাল মিয়া, মখলিছুর রহমান, তাইদ আলী, ইছলাম উদ্দিন, জাপা নেতা বাবুল আহমদ, সোহেল আমিন, নুরুল আমিন, নজির আহমদ, বিলাল আহমদ, আব্দুল বাছিত, আব্দুল কাদির, ইমাম উদ্দিন, মখলিছুর রহমান, উপজেলা যুব সংহতির আহবায়ক শামিম আহমদ, ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা বেলাল আহমদ, উপজেলা ছাত্র সমাজের সভাপতি স্বাধীন আজাদ, সহ উপজেলা জাপা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply