জকিগঞ্জ টুডে ডেস্ক:: প্রখ্যাত আলেম আল্লামা ফুলতলী ছাহেবের মাজার জিয়ারতের মধ্যেদিয়ে সিলেট-৫ আসনের জকিগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান এমপি আলহাজ্ব সেলিম উদ্দিন।
বুধবার সন্ধ্যা পরে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্ঠা আলহাজ্ব সেলিম উদ্দিন বিপুল সংখ্যাক নেতাকর্মী নিয়ে ফুলতলী ছাহেবের মাজার জিয়ারত করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমদ, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক পিপি এ্যাডভোকেট গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী, সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বাহার খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিলেট মহানগর যুব সংহতির সাধারন সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, সহিদুর রহমান তাহের, জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক, মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন চৌধুরী, জাপা নেতা আব্দুল জলিল, মোস্তাক লস্কর, জালাল আহমদ, নোমান উদ্দিন চৌধুরীসহ জাপা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি রতনগঞ্জ এলাকায় লাঙ্গল মার্কার ভোট চেয়ে প্রচারণা করেন।
Leave a Reply