জকিগঞ্জে সংবাদিকদের সাথে ধানের শীষের প্রার্থী উবায়দুল্লাহ ফারুকের মতবিনিময়

জকিগঞ্জ টুডে ডেস্ক:: ২৩ দলীয় জোট প্রার্থী ধানের শীষের প্রতিনিধি মাওলানা উবায়দুল¬াহ ফারুক বলেছেন, দেশের মানুষ পরিবর্তন চায়, মুক্ত গণতান্ত্রিক পরিবেশ চায় ও চায় মত প্রকাশের স্বাধীনতা। তাই ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। ৩০ ডিসেম্বর এ আসনে ভোট বিপ্লব। আমি প্রদত্ত ভোটের এক তৃতীয়াংশ ভোট পেয়ে আমি নির্বাচিত হবে আশা করছি। সোমবার সন্ধ্যায় জকিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সংগঠক রায়হান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা ফারুক আহমদ, হাফেজ ফুযায়েল আহমদ, মাওলানা ফজলুর রহমান, ছাত্রনেতা কবির আহমদ প্রমুখ। তিনি বলেন, ২৩ দলীয় জোটের সকল নেতৃবৃন্দ, জকিগঞ্জ-কানাইঘাটের আলিম উলামা পর্যায়ক্রমে ধানের শীষের পক্ষে মাঠে নামবেন। গণতন্ত্র পুনরুদ্ধারে সাধারণ মানুষ ৩০ ডিসেম্বর ধানের শীষে রায় দিবে। দীর্ঘ প্রায় ৪৬ বছর ধরে শিক্ষকতায় পেশায় সম্পৃক্ত উবায়দুল্লা ফারুক উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক সংগঠন জমিয়তের উলামায়ে ইসলামের সাথে জড়িত হন ১৯৪৭ সাল থেকে। সংগঠক, শিক্ষক, রাজনীতিবিদ উবায়দুল্লাহ ফারুক নির্বাচিত হলে জনগণের আমানতের শতভাগ হেফাজত করা হবে। এলাকার সমস্যা সমাধানে সকলের পরামর্শ নিয়ে আন্তরিকভাবে কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর