জকিগঞ্জ টুডে ডেস্ক:: জাতীয় সংসদ নির্বাচনের ভোটের লড়াই থেকে ছিটকে পড়েছেন সিলেট-৫ সংসদীয় আসনের বিএনপির দলীয় প্রার্থী সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ চাকসু মামুন।
রবিবার তিনি সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এরআগে শনিবার রাতে এ আসনে বিএনপি-ঐক্যফ্রন্ট থেকে জমিয়ত নেতা উবায়দুল্লাহ ফারুককে প্রার্থী ঘোষণা করে চিঠি দেয়া হয়। এ কারণেই তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে ভোট যুদ্ধ থেকে সরে গেলেন মামুন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ। এখন আর দলের রাজনীতি না করে মানুষের রাজনীতি করবো।
Leave a Reply