জকিগঞ্জে নৌকার প্রার্থী হাফিজ মজুমদারের সমর্থনে মিছিল

জকিগঞ্জ টুডে ডেস্ক:: সিলেট-৫ আসন উন্মুক্ত ঘোষণা করায় আওয়ামীলীগের দলীয় প্রার্থী আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের সমর্থনে জকিগঞ্জ শহর, বাবুর বাজার, কালিগঞ্জসহ কানাইঘাটের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সিলেট-৫ আসনটি উন্মুক্ত ঘোষণা করা হয়েছে এমন খবরে হাফিজ আহমদ মজুমদারকে নিয়ে উজ্জীবিত হয়ে উঠে নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের সমর্থনে শুরু হয় উল্লাস।
তাৎক্ষণিক আনন্দ মিছিলের ডাক দেয় সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগ। ইউনিয়ন আওয়ামীলীগের এ মিছিলটি বাবুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।

পথসভায় ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা নোমানুর রশিদ, বিএনপি থেকে আওয়ামীলীগে সদ্য যোগদানকারী নেতা সিরাজ উদ্দিন, যুবলীগ নেতা বুরহান উদ্দিন, ফয়ছল আহমদ খাঁন, জকিগঞ্জ পৌরসভা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি ওমর ফারুক প্রমূখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম তাপাদার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মকু মিয়া, ইউপি আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমির আলী, আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান, আব্দুর রউফ, যুবলীগ নেতা আতিকুর রহমান, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ইউপি শাখার সভাপতি দিদারুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম সাহেদ, জকিগঞ্জ পৌরসভা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রচার সম্পাদক হাদিউল বাশার হাদি, ছাদিকুৃর রহমান শামিম প্রমূখ।

পথসভায় বক্তারা বলেন, আওয়ামীলীগের হাই কমান্ডের সিদ্ধান্ত মতে সিলেট-৫ আসনে আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার নৌকা মার্কা প্রতীকে এককভাবে নির্বাচন করবেন। সিলেট-৫ আসনে মহাজোট ভিত্তিক কোন প্রার্থী নেই দাবী করে তারা বলেন, এ আসন উন্মুক্ত করা হয়েছে। এলাকার উন্নয়নের স্বার্থে জনগন আওয়ামীলীগ প্রার্থী হাফিজ আহমদ মজুমদারকে নৌকা মার্কায় বিজয়ী করতে প্রস্তুত রয়েছে। ৩০ ডিসেম্বর নৌকা মার্কার বিজয় নিশ্চিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর