জকিগঞ্জ টুডে ডেস্ক:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনের আওয়ামীলীগের দলীয় প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের সমর্থনে জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে বাবুর বাজারে ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা নোমানুর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মুত্তালিব, ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল খালিক মেম্বার, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদ, ইউপি জাপার সভাপতি আব্দুস সালাম, আল ইসলাহ নেতা আব্দুল আজিজ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য সচিব মাজেদা রওশন শ্যামলী, বিএনপি থেকে আওয়ামীলীগে সদ্য যোগদানকারী নেতা সিরাজ উদ্দিন, যুবলীগ নেতা বুরহান উদ্দিন, ফয়ছল আহমদ খাঁন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ইউপি শাখার আহবায়ক কাওসার আহমদ, জকিগঞ্জ পৌরসভা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি ওমর ফারুক প্রমূখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক তাপাদার কালন মিয়া, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম তাপাদার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মকু মিয়া, ইউপি আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমির আলী, পৌরসভা তাঁতীলীগের আহবায়ক নাজু আহমদ, যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ, যুবলীগ নেতা আতিকুর রহমান, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ইউপি শাখার সভাপতি দিদারুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম সাহেদ, জকিগঞ্জ পৌরসভা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রচার সম্পাদক হাদিউল বাশার হাদি প্রমূখ।
সভায় উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক মেম্বার সিরাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপির বিপুল সংখ্যাক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।
এ সময় বক্তারা সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের উন্নয়নের জন্য সাবেক এমপি আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের কোন বিকল্প নেই। আওয়ামীলীগ তথা এ আসনের মানুষ হাফিজ আহমদ মজুমদারের পক্ষে ঐক্যবদ্ধ। ৩০ ডিসেম্বর জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে জকিগঞ্জ-কানাইঘাটের আওয়ামীলীগসহ সাধারণ মানুষ অঙ্গীকারবদ্ধ।
বক্তারা আরও বলেন, কোন নেতাকর্মী যদি শেখ হাসিনার নৌকা মার্কার বিরুদ্ধে কাজ করেন তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ নির্বাচন বেঁচে থাকার নির্বাচন। কেউ বেঈমানী করলে রক্ষা হবেনা বলে সভা থেকে আওয়ামীলীগ নেতৃবৃন্দ হুশিয়ারী দেন।
Leave a Reply