ভোট থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির এমপি সেলিম!

জকিগঞ্জ টুডে ডেস্ক:: আপিলের মাধ্যমে মনোনয়ন ফিরে পেয়ে সিলেট-৬ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন (জকিগঞ্জ-কানাইঘাট) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ ও ৬ আসন থেকে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে দলীয় মনোনয়নসহ স্বতন্ত্রভাবে একটি মনোনয়নপত্র জমা করেন।

গত ২ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়ন বাছাইয়ের দিনে হলফনামায় স্বাক্ষর না থাকায় তাঁর তিনটি মনোনয়নপত্রই বাতিল ঘোষণা করেন সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলাম। পরে তিনি আপিল করলে শুক্রবার সিলেট-৫ ও ৬ আসনের দলীয় মনোনয়নপত্র ও স্বতন্ত্র মনোনয়নপত্র ফিরে পান। এরপর তিনি মহাজোটের স্বার্থে সিলেট-৬ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এ প্রসঙ্গে সেলিম উদ্দিন এমপি জানান, জকিগঞ্জ-কানাইঘাটের জাতীয় পার্টি, আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভাকাংখী, শুভানুধ্যায়ী, সাংবাদিক, সুশীল সমাজ, সমর্থক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভালোবাসা, সমর্থনকে সম্মান জানিয়ে এবং আমার পার্টির চেয়ারম্যান, সিনিয়র কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও মহাসচিবের পরামর্শক্রমে আমার প্রাণের নির্বাচনী এলাকা জকিগঞ্জ-কানাইঘাটে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করার চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। সে কারণে আমার নিজ নির্বাচনী এলাকা ২৩৪, সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে মহাজোটের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর