আল হাছিব তাপাদার:: হলফনামায় স্বাক্ষর না থাকায় গত বৃহস্পতিবার সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের আলোচিত দুই সংসদ সদস্য প্রার্থী জাতীয় পার্টির আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি ও আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী ফয়জুল মুনির চৌধুরীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলাম।
এরপর তারা দুজনই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন।
আজ (৬ ডিসেম্বর) বৃহস্পতিবার থেকে নির্বাচন কমিশনে শুরু হয়েছে আপিলের পক্ষে বিপক্ষে শুনানী। প্রথম দিনের শুনানীতে মনোনয়ন ফিরে পেয়েছেন সিলেট-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আ.লীগ নেতা ফয়জুল মুনির চৌধুরী। এতে প্রার্থীতা ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন জাতীয় পার্টির দলীয় প্রার্থী আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি। তাঁর প্রার্থীতার পক্ষে আপিল শুনানী কাল শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁর মনোনয়ন বৈধ হয়েছে এমন খবর পেতে অধির অপেক্ষায় রয়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি জানিয়েছেন, মনোনয়ন ফিরে পেতে তিনি শতভাগ আশাবাদী। হলফনামায় স্বাক্ষর না থাকায় যাদের প্রার্থীতা বাতিল হয়েছিলো তাদের মধ্যে অনেকজন বৃহস্পতিবার আপিল শুনানীর প্রথম দিনে প্রার্থীতা ফিরে পেয়েছেন। আমিও আমার প্রার্থীতা ফিরে পাবো।
Leave a Reply