জকিগঞ্জ টুডে ডেস্ক:: সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) আ.লীগ নেতা ফয়জুল মুনির চৌধুরীর মনোনয়ন ফিরে পেয়েছেন।
হলফনামায় স্বাক্ষর না থাকায় গত ২ ডিসেম্বর তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলাম। রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন ফয়জুল মুনির চৌধুরী।
বৃহস্পতিবার আপিলের শুনানি শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রসঙ্গত, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হয়ে ভোটের মাঠে রয়েছেন সাবেক এমপি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার।
Leave a Reply