জকিগঞ্জ টুডে ডেস্ক:: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের সবকটি আসনের মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে।
নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির দলীয় প্রার্থী সেলিম উদ্দিনের এবং স্বতন্ত্র প্রার্থী ফয়জুল মুনির চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয় হলফনামায় স্বাক্ষর না থাকায়।
বিদ্যুৎবিল খেলাপির কারণে ইসলামী ঐক্যজোটের প্রার্থী এম এ মতিন চৌধুরী, বিদ্যুৎবিল ও ঋণখেলাপির দায়ে ইসলামী আন্দোলনের নূরুল আমিনের, ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী আহমদ আল ওয়ালীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা হয়।
Leave a Reply