জকিগঞ্জ টুডে ডেস্ক:: শেষ মূহুর্তে সিলেট-৫ (জকিগঞ্জ কানাইঘাট) আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হয়ে একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নৌকা মার্কার মনোনয়নের চিঠি পেয়েছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা ড. হাফিজ আহমদ মজুমদার।
রবিবার সন্ধ্যার দিকে সিলেট-৫ আসনে তাঁকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করে শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি তাঁর কাছে প্রেরণ করা হয়। জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী এ চিঠি গ্রহণ করেন। আলহাজ্ব ড. হাফিজ আহমদ মজুমদার সিলেট-৫ আসনে শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি পাওয়ার খবরের সত্যতা নিশ্চিত হয়ে জকিগঞ্জ পৌরসভা আওয়ামীলীগ নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি হাজী সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, জকিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর তাপাদার, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ, নুরুল হক, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আহাদ, উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুল আহাদ, পৌরসভা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর শাহাব উদ্দিন তাপাদার শাকিল, যুবলীগ নেতা সেলিম আহমদ, শামিম আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বাবর হোসাইন চৌধুরী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পৌরসভার সভাপতি ওমর ফারুক প্রমূখ।
Leave a Reply