জকিগঞ্জ টুডে ডেস্ক:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে দুটি আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি।
রবিবার ঢাকায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদেরের কাছ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
সেলিম উদ্দিন জানিয়েছেন, তিনি সিলেট-৫ ও সিলেট-৬ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দল তাকে যে আসনে মনোনয়ন দেবে, সে আসনেই তিনি নির্বাচন করবেন।
বর্তমানে সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন দশম সংসদ নির্বাচনে বিএনপি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার গ্রামের বাড়ি সিলেট-৬ আসনের অন্তর্ভূক্ত। একাদশ সংসদ নির্বাচনেতিনি সিলেট-৫ ও সিলেট-৬ আসনের যেকোন একটিতে জাপার দলীয় প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিয়ে রেখেছেন।
Leave a Reply