জকিগঞ্জ টুডে ডেস্ক:: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
রবিবার ঢাকার ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
প্রসঙ্গত, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে মাসুক উদ্দিন আহমদ আওয়ামী লীগের মনোনয়ন পেলেও পরে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। পরে সিলেট-৫ আসন থেকে মহাজোট মনোনীত জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
Leave a Reply