জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জে সিএনজি অটোরিকশার চাপায় এক শিশু মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটে শনিবার দুপুরের দিকে বারহাল ইউনিয়নের শাহবাগ-নুননগর এলাকায়। নিহত শিশু সুহানা (৫) দিঘীর পাড় গ্রামের আছার আলীর কন্যা ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থ।
স্থানীয় সূত্রে জানাগেছে, কানাইঘাটগামী একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে নুননগর এলাকায় গিয়ে দাঁড়ানো অবস্থায় শিশুটিকে চাপা দেয়। এতে সুহানা গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে কানাইঘাট সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
এদিকে, সিএনজি গাড়ীর চাপায় স্কুলছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ও চালকের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রায় ২ ঘন্টা জকিগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে চালকের কঠোর শাস্তির দাবীতে নানা শ্লোগান দেয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply