জকিগঞ্জ টুডে ডেস্ক:: মর্মান্তিক দূর্ঘটনায় কাতার প্রবাসী ছেলের মৃত্যুর খবরে তিনদিনের মাথার পিতার মৃত্যু ঘটেছে। গত চারদিন আগে (রবিবার) কাতারের এক মর্মান্তিক দূর্ঘটনায় মারা যান জকিগঞ্জ উপজেলার খলাদাফনিয়া নোয়াগ্রামের তরুণ মাহফুজে মাওলা (৩০)।
প্রবাসী ছেলে মাহফুজে মাওলার মৃত্যুর খবরে বুধবার সন্ধ্যায় তার পিতা সাবেক শিক্ষক আব্দুস সালাম অসুস্থ হয়ে জকিগঞ্জ সরকারি হাসপাতালে রাত সাড়ে ৮টার দিকে মৃত্যু বরণ করেছেন। এতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে ইছামতি কামিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে তার দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে মাহফুজে মাওলার লাশ কবে দেশে আসছে তা এখনো জানেনা পরিবারের লোকজন। একই সপ্তাহে পরিবারের দুজনের মৃত্যুর শোকে পরিবারের লোকজন নিস্তব্ধ হয়ে পড়েছেন।
Leave a Reply