গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ও প্রবীণ আওয়ামী লীগ নেতা সিরাজুল জব্বার চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৩১ মে) বিকেল ৩ টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর আত্মীয় ইয়াজদান চৌধুরী বাংলানিউজকে বলেন, সিরাজুল জব্বার চৌধুরী হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার (২৩ মে) তার ওপেন হার্ট সার্জারি করা হয়। এরপর থেকে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিকেলে হৃদরোগে আক্রান্তসহ তার দু’টি কিডনি ফেল করলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
২০১৫ সালে গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মোবাইল ফোন মার্কা নিয়ে সিরাজুল জব্বার মেয়র পদে নির্বাচিত হন।
Leave a Reply