জকিগঞ্জ টুডে ডেস্ক:: দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী, সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুরের মৃতুতে গভীর শোক প্রকাশ করে পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ ইকবাল মনসুরের আত্মার মাগফিরাত কামনা করে বলেন তাঁর অকাল প্রয়াণে সিলেটের সাংবাদিকতা জগতে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।
শোক জ্ঞাপনকারী নেতৃবৃন্দগণ হলেন, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খয়ের চৌধুরী, সহ-সভাপতি বদরুল হক খসরু, এখলাছুর রহমান, সাধারন সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসুদ তরফদার, অফিস ও প্রচার সম্পাদক কে.এম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোর্শেদ আলম লস্কর, নির্বাহী সদস্য এম.এ. মালেক চৌধুরী, নির্বাহী সদস্য আব্দুল খালিক তাপাদার, নির্বাহী সদস্য আল মামুন, নির্বাহী সদস্য অপূর্ব পাল, নির্বাহী সদস্য রিপন আহমদ, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার প্রমূখ।
Leave a Reply