যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিসংশন প্রস্তাব প্রস্তাব এনেছেন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটরা। এতে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের জন্য ৫টি অভিযোগ আনা হয়েছে। বুধবার তার বিরুদ্ধে এ অভিযোগ উত্থাপন করেন টিনেসি থেকে নির্বাচিত ডেমোক্রেট দলের প্রতিনিধি পরিষদের সদস্য স্টিভ কোহেন। তিনি প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির সংবিধান বিষয়ক উপ-কমিটির পদস্থ সদস্যও। যুক্তরাষ্ট্র কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ এখন রিপাবলিকানদের হাতে। তাই স্টিভ কোহেনের এ প্রস্তাব হালে পানি পাবে না তা তিনি নিজেও জানেন।
এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়, ট্রাম্পের বিরুদ্ধে যে ৫টি অভিযোগ এনেছেন স্টিভ কোহেন তার মধ্যে অন্যতম চারটি হলো Ñ ১. এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কমিকে বরখাস্ত করে বিচারে বাধা সৃষ্টি করেছেন ট্রাম্প। ২. প্রতিশ্রুতি বিষয়ক দুটি ধারা লঙ্ঘন করেছেন। ৩. ফেডারেল বিচার ব্যবস্থার নিরপেক্ষতা ক্ষুন্ন করেছেন। ৪. সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেছেন। স্টিভ কোহেন বলেন, এখন সময় এসেছে বিষয়গুলো মার্কিনি ও এর প্রেসিডেন্টের কাছে পরিস্কার করার যে, আমাদের সংবিধানে তিনি যে ক্ষত করেছেন তার শেষ হবে অভিশংসনের মাধ্যমে। তবে কোহেন নিজেই জানেন তার এ প্রস্তাব পাস হবে না। তিনি বলেন, প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটি প্রশাসনের একটি শাখার মতো কাজ করছে। তাই আমি মনে করি না তারা এ প্রস্তাবকে শুনানির জন্য তুলবে। তবে শুনানির পরিবর্তে তিনি মিডিয়ার কাছে ব্রিফিং করবেন। এ সময় স্টিফ কোহেনের পাশে ছিলেন ইলিনয় থেকে নির্বাচিত ডেমোক্রেট দলের প্রতিনিধি পরিষদের প্রতিনিধি লুইস গুটিয়েরেঁ। যৌথভাবে তারা ওই অভিশংসন প্রস্তাব এনেছেন। লুইস গুটিয়েরেঁ বলেন, ট্রাম্পকে কেন একজন ভয়াবহ প্রেসিডেন্ট মনে করি তার অনেক কারণ আছে। কিন্তু এসব কারণের মধ্যে অনেকটাই আছে যা একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য উত্থাপন করা যায় না। তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে কি করেছেন তা নিয়ে আমরা তাকে অভিশংসিত করার চেষ্টা করছি না। এ বিষয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স বলেছেন, ট্রাম্পের অভিশংসন নিয়ে আলোচনা করে সময়ক্ষেপণ করার চেয়ে যুক্তরাষ্ট্রে ট্যাক্স রিলিফ নিয়ে কথা বলাই ভালো। ওদিকে এমন উদ্যোগকে উদ্ভট বলে আখ্যায়িত করেছেন রিপাবলিকান ন্যাশনাল কমিটির মুখপাত্র মাইকেল আহরেনস।
Leave a Reply