জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জ উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি ও সিলেট মহানগর যুবলীগের অন্যতম সদস্য আতিকুর রহমান মনি (৪৫) বুধবার সন্ধ্যা ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……..রাজিউন)।
তিনি জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের কামালপুর গ্রামের মরহুম আলতাফুর রহমানের বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ ভাই, ১ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান। তার আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সম্ভাবনাময় এই তরুণ নেতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব ড. হাফিজ আহমদ মজুমদার, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবীর, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, সিলেট জেলা পরিষদের সদস্য শামিম আহমদ, জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, সিলেট বিভাগীয় আইনজীবি সমীতির সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এড. ইশতিয়াক আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, সিলেট জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জকিগঞ্জ পৌরসভা আওয়ামীলীগের সভাপতি হাজী সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এম.এ.জি বাবর, ফারুক আহমদ, নাসিম আহমদ, কাজলসার ইউপি চেয়ারম্যান জুলকরনাইন লস্কর, সাবেক চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর, বৃটিশ বাংলাদেশী শিল্পপতি ও কেন্দ্রীয় জাপার নির্বাহী সদস্য জাকির হুসেন, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ, এডভোকেট মোস্তাক আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, সিলেট জেলা বিএনপি নেতা দিদার ইবনে তাহের লস্কর, জকিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সহ সভাপতি বদরুল হক খসরু, এখলাছুর রহমান, সাবেক সহ সভাপতি প্রভাষক আল মামুন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, কোষধ্যক্ষ এনামুল হক মুন্না, সাংবাদিক রিপন আহমদ, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার, কেএম মামুন, মোর্শেদ লস্কর, সীমান্ত তরফদার মাসুদ, মাসুম খাঁন, সাবেক ছাত্রনেতা শিহাব খাঁন, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, সহ সভাপতি বাবর হোসাইন চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, গন্থনা ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম জুয়েল, মাসুদ রানা ওমর ফারুকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply