জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় বাখরশাল গ্রামে জানাযা শেষে দাফন করা হয়। বুধবার তিনি বার্ধক্য জনিত কারণে মানিকপুর বাখরশাল গ্রামের বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর স্ত্রী, ৩ ছেলে ৮ মেয়েসহ অসংখ্য আত্মীয়-¯^জন রয়েছেন। তাঁহার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি ১৯৭৩ হতে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের আত্মার শান্তি কামনা করে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী লোকমান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম আলী হায়দর, জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, সহ সভাপতি বদরুল হক খসরু, এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এমএ মালেক চৌধুরী, নির্বাহী সদস্য আল মামুন, আল হাছিব তাপাদার, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply