জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মুছলিম উদ্দিন(৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না…… রাজিউন)। বুধবার বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে তিনি ভাখরশাল গ্রামের নিজবাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর স্ত্রী, ৩ ছেলে ৮ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রয়েছেন। কাল বৃহস্পতিবার দুপুর ২ টায় মানিকপুর বাকরশাল গ্রামের মসজিদে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হবে।
পারিবারিক সূত্রে জানাগেছে, মুসলিম উদ্দিন দুই বারের ইউপি চেয়ারম্যান। ১৯৭৩ হতে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাবেক চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply