জকিগঞ্জ টুডে ডেস্ক::
জকিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জকিগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেছেন। শুক্রবার সন্ধ্যায় জকিগঞ্জ প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ সংস্থার আহবায়ক হারুন রশিদের সভাপতিত্বে ও সাবেক কোষাধ্যক্ষ প্রভাষক কবির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাবেক আন্তর্জাতিক সম্পাদক জামিল খান। সংস্থার কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন সাবেক কোষাধ্যক্ষ মখলিছুর রহমান মেখন, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল মালেক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বদরুল হক খসরু, সাবেক সহসভাপতি সহকারি অধ্যাপক আল মামুন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, অফিস ও পাঠাগার সম্পাদক কেএম মামুন, নির্বাহী সদস্য আল হাসিব তাপাদার, পৌরসভা যুবলীগের সাবেক সভাপতি এমএ সালাম, উপজেলা শ্রমিকলীগের সাবেক সহসভাপতি আব্দুস শহীদ, প্রভাষক অর্ণব কুমার দাস, যুবনেতা আব্দুল কাইয়ূম প্রমুখ।
সভায় জানানো হয় ২০১৫ সালের ডিসেম্বরে গঠিত জকিগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা অসহায় রোগীর মানবিক সহায়তা, দরিদ্রদের ঘরবাড়ি নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা বিস্তার, উন্নয়ন কার্যক্রমে এ পর্যন্ত চার লক্ষাধিক টাকা ব্যয় করেছেন। আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয় সভায়।
সংস্থার আহবায়ক ইংল্যান্ড প্রবাসী আজিজ আহমদ ও পর্তুগাল প্রবাসী আলীম উদ্দিন প্রবাসীদের কষ্টার্জিত টাকা এলাকার উন্নয়নে সূচারুরুপে ব্যয় করতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সুলতানপুর ইউনিয়নের বাদেজমা গ্রামের ক্যান্সার আক্রান্ত যুবক শিহাব উদ্দিনের চিকিৎসা সহায়তার জন্য তার এক স্বজনের হাতে অনুদানের ১৫ হাজার টাকা উপস্থিত সাংবাদিকসহ সকলকে নিয়ে তুলে দেন জকিগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
Leave a Reply