জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জ সোসাইটি অব (আমেরিকা) ইউএসএ ইনক’র পক্ষ থেকে জকিগঞ্জ উপজেলাবাসীসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত জকিগঞ্জীদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছে।
এক বার্তায় জকিগঞ্জ সোসাইটি অব (আমেরিকা) ইউএসএ ইনক’র সভাপতি আবিদুর রহমান ও সাধারণ সম্পাদক ইফজাল আহমদ চৌধুরী শুভেচ্ছা জানিয়ে বলেন,
ঈদের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার নিতে হবে। মাসব্যাপী সিয়াম সাধনার পর সবার জন্য আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। ঈদে ধনী-গরিব নির্বিশেষে সকল নাগরিকদের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক। পবিত্র এই দিনে আমি মহান আল্লাহর কাছে নাগরিকদের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেছেন তাঁরা।
Leave a Reply