জকিগঞ্জ টুডে ডেস্ক:: বাজার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জবাই মিয়ার দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাত সাড়ে তিনটার দিকে সিলেটের একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ৫ মেয়েসহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন তাঁর।
রবিবার বেলা দুইটায় পঙ্গবটগ্রামের জামে মসজিদ মাঠে জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন তাঁর জামাতা হাফিজ সিদ্দিকুর রহমান।
জানাযার নামাজের পূর্বে খায়রুল ইসলাম মুন্সির পরিচালনায় আব্দুল জব্বার জবাই মিয়ার জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমএজি বাবার, পৌর কাউন্সিলর শামিম আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ, বাজার বণিক সমিতির সাবেক পরিচালক এনামুল হক মুন্না, মরহুমের ছেলে আব্দুল কুদ্দুছ প্রমূখ।
জানাযার নামাজে পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক, রাজনীতিবীদ, ব্যবসায়ী মহলসহ সর্বস্থরের মানুষ অংশ নেন।
এদিকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, জকিগঞ্জ বাজার বনিক সমিতির সাবেক সভাপতি হাজী এম এ ওয়াদুদ চৌধুরী সাবু হাজী, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সহ সভাপতি বদরুল হক খসরু, এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, সাংবাদিক আল মামুন, রহমত আলী হেলালী, এনামুল হক মুন্না, রিপন আহমদ, আল হাছিব তাপাদার, জকিগঞ্জ টুডের ওমর ফারুক প্রমূখ।
Leave a Reply