দিনের প্রথম ম্যাচে দারুণ জয় দিয়ে শীর্ষে জায়গা করে নিল ঢাকা ডায়নামাইটস। সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে শীর্ষস্থানে পুনর্দখলের লক্ষ্যে মাঠে নেমেছে খুলনা টাইটান্স। জিতলেই শীর্ষে ফিরবে দল- এমন ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে খুলনা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে খুলনা টাইটান্সকে ব্যাটিংয়ে পাঠান ড্যারেন স্যামি। শেষ চারে খেলতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই রাজশাহীর।
খুলনা টাইটান্সের একাদশে দুটি পরিবর্তন এসেছে। জুনায়েদ খান ও তানভির ইসলামের জায়গায় একাদশে ঢুকেছেন কাইল অ্যাবোট ও শফিউল ইসলাম।
রাজশাহীও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। ডোয়াইন স্মিথ ও হোসেন আলির জায়গায় একাদশে ঢুকেছেন কেসরিক উইলিয়ামস ও রনি তালুকদার।
আট ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে খুলনা টাইটান্স। অন্যদিকে সমান ম্যাচের পাঁচটিতে হেরে সাত দলের টুর্নামেন্টে ছয় নম্বরে রয়েছে রাজশাহী কিংস।
Leave a Reply